ঢাকা,  রোববার
০৬ অক্টোবর ২০২৪

The Daily Messenger

সরাইলে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

প্রকাশিত: ২০:৩৩, ৬ অক্টোবর ২০২৪

সরাইলে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

ছবি : মেসেঞ্জার

জন্ম-মৃত্যু নিবন্ধন, আনবে দেশে সুশাসন’এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৪ উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রোববার (৬ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়ে প্রধান প্রধান গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ মেজবাহ উল আলম ভূইয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সরাইল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক, সদর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল জব্বার, কালিকচ্ছ চেয়ারম্যান সায়েদ হোসেন প্রমূখ।

অনুষ্ঠানে সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উদ্যোক্তা, সাংবাদিক সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মেসেঞ্জার/রিমন/তারেক

×
Nagad