ঢাকা,  রোববার
০৬ অক্টোবর ২০২৪

The Daily Messenger

বগুড়ায় বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

বগুড়া ব্যুরো

প্রকাশিত: ২১:১৯, ৬ অক্টোবর ২০২৪

আপডেট: ২১:৫৯, ৬ অক্টোবর ২০২৪

বগুড়ায় বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ছবি : মেসেঞ্জার

বগুড়ায় বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে দুটি হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৬ অক্টোবর) বিকালে সদর উপজেলা পরিষদ গেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত চেয়ারম্যান রাজিবুল ইসলাম রাজু বগুড়া সদরের রাজাপুর ইউপির চেয়ারম্যান। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন। 

রাজিবুল ইসলাম রাজু বিএনপির সমর্থন নিয়ে ২০১২ সালে রাজাপুর ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৩ সালে তার নামে নাশকতার কয়েকটি মামলা হয়। পরে তিনি ২০১৪ সালে জেলা আওয়ামী লীগের সভাপতির হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দেন। কিন্তু তিনি আওয়ামী লীগের উল্লেখযোগ্য কোনো পদে ছিলেন না। 

সদর থানার ওসি এস এম মঈনুদ্দীন জানান, রাজু চেয়ারম্যান বিকালে মাটিডালী এলাকায় সদর উপজেলা পরিষদে আসেন। এ খবর পেয়ে পুলিশ উপজেলা পরিষদের সামনে অবস্থান নেয়। উপজেলা পরিষদ থেকে বের হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। রাজু চেয়ারম্যানের নামে বগুড়া সদর থানায় (৫ আগস্টের) পর দুটি হত্যা মামলা রয়েছে। এ ছাড়া আগের আরেকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

মেসেঞ্জার/আলমগীর/তারেক

×
Nagad