ঢাকা,  সোমবার
৩০ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

শেরপুরে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু, নিহত বেড়ে ৯

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ০৮:০৪, ৮ অক্টোবর ২০২৪

শেরপুরে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু, নিহত বেড়ে ৯

ছবি : সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ীতে রাস্তার ধারে খেলার সময় বন্যার পানিতে ডুবে জিমি আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে৷ এ নিয়ে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ জনে।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে নালিতাবাড়ী উপজেলার ঘোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সেখানে গত বৃহস্পতিবার জিমি তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল।গত চারদিনে নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও নকলা উপজেলায় বন্যার পানিতে মোট ৯ জন মারা গেছেন।

এদিকে শেরপুরে কমতে শুরু করেছে নদ-নদীর পানি। এতে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে হাজার হাজার পরিবার এখনো পানিবন্দি হয়ে দুর্ভোগ পোহাচ্ছে। এখনো অনেক জায়গায় পৌঁছেনি ত্রাণ সহায়তা।

তবে জেলা প্রশাসন বলছে, ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সহায়তা পৌঁছানো হয়েছে।

মেসেঞ্জার/দিশা