ঢাকা,  বৃহস্পতিবার
৩১ অক্টোবর ২০২৪

The Daily Messenger

ভোলা পৌরসভার সড়কের বেহাল দশা জনদুর্ভোগ চরমে

ভোলা প্রতিনিধি

প্রকাশিত: ১২:৩০, ৮ অক্টোবর ২০২৪

ভোলা পৌরসভার সড়কের বেহাল দশা জনদুর্ভোগ চরমে

সামান্য বৃষ্টিতেই পানি জমে যাওয়া মুসলিম পাড়া মিজি বাড়ি সড়ক। ছবি: মেসেঞ্জার

ভোলা পৌরসভা এলাকার বেশির ভাগ রাস্তাই যান এবং পথচারী চলাচলের অযোগ্য হয়ে পড়ায় প্রতি দিন হাজার হাজার যাএী সাধারণকে ভোগান্তির শিকার হতে হচ্ছে।

উল্লেখ্য যে ভোলা পৌরসভার নয়টি ওয়াডে প্রায় ১১০ কিলোমিটার পাকা রাস্তা থাকলে ও তার বেশির ভাগই জন সাধারনের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বষা মৌসুমের পুরো সময়টাতেই নয়টি ওয়াডের প্রায় ৭০ ভাগ রাস্তাই পনিতে তলিয়ে গিয়ে যান চলাচল ও পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটায়।

পৌরসভার প্রান কেন্দ্রের জেলা প্রশাসন কায্যালয়, পুলিশ সুপার কায্যালয় এবং আদালত পাড়া এলাকার প্রধান রাস্তাটিও প্রতি বর্ষায়ই ভেঙ্গে যান এবং পথচারী চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এবং প্রতি বছরই মেরামত করা হয়।

স্থানীয় বাসিন্দা এবং রাস্তাটা ব্যাবহার কারীরা অভিযোগ করেন অফিস পাড়ার প্রধান রাস্তা, কালি বাড়ি হয়ে হাসপাতাল পয্যন্ত, রাস্তা, ওয়েষ্টানপাড়া রাস্তা, টাউন স্কুল থেকে মিজি বাড়ি রাস্তা, মিজি বাড়ি দরগা রোড, মুসলিম পাড়া আলী নগর রোড এবং সদর রোডের কিয়দংশ বছরের পর বছর পৌর কতৃপক্ষের বানিজ্যের যায়গা হিসাবে ব্যাবহৃত হয়।

এখানে উল্লেখ্য যে ভোলা পৌরসভা এলাকার কিছু কিছু গুরুত্বপূর্ণ রাস্তা প্রায় প্রতি বছরই নিম্ন মানের কাজের ফলে ব্যাবহার অনুপোযোগী হয়ে পড়ে এবং প্রায় প্রতি বছরই এসব রাস্তা মেরামতের নামে কোটি কোটি টাকা অপব্যয় করা হয়। অথচ ওয়েষ্টান পাড়া হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ রোড ও পাখির পোল উপজেলা রোড সড়ক মারাত্বক ভাবে ভেঙ্গে গিয়ে কয়েক বছর যাবত এলাকাবাসীর দূভোগের কারন হয়ে রয়েছে।

কারন এ কটি রাস্তা প্রায় প্রতি বছরই হয় মেরামত নয় পূনঃ নিম্নান কাজের জন্য কতৃপক্ষ কোটি কোটি টাকা ব্যায় করে। কাজের সময় নিম্নমানের মালামাল ব্যবহার সহ নিম্ন মানের কাজ করায় এসব রাস্তা এক বছর ও টেকে না না। এবং পরবতীতে স্বল্প সময়ের ব্যাবধানে বার বার এ সব রাস্তা মেরামতের নামে কোটি কোটি টাকা ব্যায় করা হয়।

এ ব্যাপারে ভোলা পৌরসভার নিবাহী প্রকৌশলী জসিম উদ্দিন এর সাথে যোগাযোগ করলে তিনি রাস্তার বেহাল দশার কথা স্বীকার করে বলেন সরকারের বরাদ্দের অভাবে পৌরসভার অনেক রাস্তার কাজ করা সম্ভব হয়নি। যার ফলে অনেক রাস্তায় বর্ষায় পানি জমে জন ভোগান্তি বাড়ে।

তবে তিনি আরো বলেন সরকারি যা বরাদ্দ পাওয়া গেছে তা দিয়ে শিগগিরই কিছু কাজ শুরু করা হবে। এবং সরকারি বরাদ্দ পাবার জন্য কিছু রাস্তার প্রজেক্ট জমা দেওয়া আছে সেগুলো বরাদ্ব পাওয়া গেলেই কাজ শুরু করা হবে। 

মেসেঞ্জার/কামাল/আজিজ