ঢাকা,  বৃহস্পতিবার
৩১ অক্টোবর ২০২৪

The Daily Messenger

বরগুনায় নৌবাহিনীর রিয়ার এডমিরালের পূজামণ্ডপ পরিদর্শন

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৬, ৮ অক্টোবর ২০২৪

আপডেট: ১৬:৫৮, ৮ অক্টোবর ২০২৪

বরগুনায় নৌবাহিনীর রিয়ার এডমিরালের পূজামণ্ডপ পরিদর্শন

ছবি : মেসেঞ্জার

সনাতন ধর্মবলম্বীদের সবথেকে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন উদযাপনের লক্ষ্যে নেয়া নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে বরগুনা আসেন নৌবাহিনীর খুলনা অঞ্চলের এরিয়া কমান্ডার রিয়ার এডমিরাল গোলাম সাদেক (জি), এনজিপি, এনডিসি, এনসিসি, পিএসসি, বিএন।

মঙ্গলবার (৮ অক্টোবর) খুলনা থেকে বেলা ১১ টায় বরগুনা আসেন তিনি। বেলা সাড়ে ১১টায় তিনি বরগুনা সার্বজনীন আখড়াবাড়ি পৌঁছলে আখড়া কমিটির নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। তার সাথে আরো উপস্থিত ছিলেন, বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম, পুলিশ সুপার মো. ইব্রাহিম খলিল, বরগুনা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম, বরগুনা সদর উপজেলার নির্বাহী অফিসার মো. শামীম মিঞা প্রমুখ।

তিনি বরগুনার সার্বজনীন আখড়া মন্দিরটি ঘুরে ঘুরে দেখেন এবং পূজামণ্ডপ পরিদর্শন শেষে বরগুনার সাংবাদিকদের সাথে এক প্রেসব্রিফিং করেন।

প্রেসব্রিফিং এ এডমিরাল গোলাম সাদেক বলেন, আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা যারা শারদীয় দুর্গাপূজ উদযাপন করছেন, তাদের কাছে আমাদের বক্তব্য হলো, বরগুনাতে আমাদের সশস্ত্রবাহিনী আছে। নৌবাহিনী, র‍্যাব, পুলিশবাহিনী, আনসার ও কোস্টগার্ড আছে।

আমরা যাতে মিলেমিশে সার্বজনীনভাবে পূজা উদযাপন করতে পারি সে ব্যাপারে আমরা সজাগ আছি বরগুনা, ভোলা ও খুলনার কিছু অংশের দায়িত্বে নৌবাহিনী আছে। আমরা আমাদের লোকসংখ্যা আরও বৃদ্ধি করেছি যাতে কোনো রকমের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। এখানে ডিসি সাহেব, এসপি সাহেবসহ আমাদের নৌবাহিনী সর্বদা সজাগ আছি। আপনারা সার্বক্ষণিক আমাদের সাথে যোগযোগ রাখবেন। আমরা আপনাদের নিরাপত্তার বিষয়টি দেখবো।

মেসেঞ্জার/কেশব/তারেক