ঢাকা,  শনিবার
২১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

প্রেসিডেন্ট’স স্কাউট ও শাপলা কাব অ্যাওয়ার্ড বিতরন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত: ১৩:৫৩, ৯ অক্টোবর ২০২৪

প্রেসিডেন্ট’স স্কাউট ও শাপলা কাব অ্যাওয়ার্ড বিতরন

ছবি: মেসেঞ্জার

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট’স স্কাউট ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরন করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটস ভবনে সনদ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস চাঁপাইনবাবগঞ্জের সভাপতি আব্দুস সামাদ। 

এ সময় তিনি বলেন, দেশের যে কোন দূর্যোগ মহুর্তে স্কাউট সদস্যরা মানুষের পাশে দাঁড়িয়েছে, দেশের প্রয়োজনে কাজ করেছে। কিছুদিন আগেও আমরা দেখলাম ট্রাফিক ব্যবস্থা যখন নাজুক ছিলো, তখন স্কাউট সদস্যরা দ্বায়িত্ব পালন করেছে। 

বাংলাদেশ স্কাউটস চাঁপাইনবাবগঞ্জের কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ স্কাউটসের সম্পাদক গোলাম রশিদ। 

এ বছর চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রেসিডেন্ট’স স্কাউট, শাপলা কাব অ্যাওয়ার্ড সহ বিভিন্ন ক্যাটাগরিতে ৩৪জনকে সনদ ও মেডেল প্রদান করা হয়।

মেসেঞ্জার/নাহিদ/আজিজ