ছবি : মেসেঞ্জার
শুভ্র শরতে কাঠি পড়েছে ঢাকে। ঢাকের বাদ্য, শঙ্খের ধ্বনি আর ধূপের ধোঁয়ায় মাতোয়ারা হয়ে উঠেছে রাজশাহী মহানগর ও গ্রামের প্রতিটি দুর্গাপূজার মণ্ডপ। মহাষষ্ঠীর পূজা-অর্চনার মধ্য দিয়ে বুধবার (৯ অক্টোবর) রাজশাহীতে শুরু হয়েছে সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আগামী রবিবার (১৩ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এই উৎসব।
মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় বোধনের মাধ্যমে রাজশাহীর মণ্ডপে মণ্ডপে দুর্গা দেবীর প্রতীমা থানে ওঠানো হয়। শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে নানা সাজে সেজেছে মন্ডপগুলো। এবার মহানগর জুড়ে নেওয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা।
রাজশাহীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সরকার অসীম কুমার জানান, এবার নগরীর ৭৭টি ও জেলার বিভিন্ন উপজেলার ৩৩৫টি সহ মোট ৪১২টি মণ্ডপে দুর্গাপূজা চলছে। পূজা চলাকালীন সময়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে।
এদিকে রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ড. দেওয়ার মুহম্মদ হুমায়ুন কবির বুধবার বিকালে দুর্গাপুজার মণ্ডপ এবং নগরীর মুন্নুজান স্কুল সংলগ্ন বিসর্জন ঘাট পরিদশন করেছেন।
এসময় তিনি বলেন, প্রতিটি পুজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সিসি ক্যামেরা বসাতে বলা হয়েছে। এছাড়া বিভাগীয় প্রশাসন ও সিটি করপোরেশনের পক্ষ থেকে সব কর্মকান্ড মনিটর করা হচ্ছে। তিনি পুজামণ্ডপ পরিদর্শন করবেন এবং কোথাও সমস্যা হলে দ্রুত ব্যবস্থা নিবেন।
অন্যদিকে দুর্গোৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে হটলাইন চালু করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। আরএমপির প্রতিটি থানার অফিসার ইনচার্জদের পূজা কমিটির সঙ্গে সমন্বয় করতে বলা হয়েছে। যেকোনো জরুরি প্রয়োজনে আরএমপি হটলাইন নম্বর (টেলিফোন: ০২৫৮৮৮০১৩৫১ অথবা মোবাইল: ০১৩২০০৬৩৯৯৯) যোগাযোগ করতে বলা হয়েছে।
মেসেঞ্জার/আনিসুজ্জামান/তারেক