ছবি : মেসেঞ্জার
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য ডা. মনসুর রহমান ও ২০২৪ সালের সংসদ নির্বাচনে বিএনএম দলীয় এমপি প্রার্থী অধ্যক্ষ শরিফুল ইসলাম সাবু সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলার আর্জিতে ৭৩ জনের নামউল্লেখসহ অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করা হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) দুপুরে রাজশাহীর দুর্গাপুর আমলী আদালতে জয়নগর ইউপি বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়াদ আলী বাদী হয়ে ২০১৮ সালের (১৪ জুলাই) দুর্গাপুরে বিএনপির সংসদ সদস্য প্রার্থী নাদিম মোস্তফার প্রচার মিছিলে হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে মামলাটি দায়ের করেন।
আদালতে এজাহার আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।
মেসেঞ্জার/আনিসুজ্জামান/তারেক