ছবি : মেসেঞ্জার
মহাষ্ঠির মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দূর্গাপূজা। দূর্গাপূজা উপলক্ষে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সীমান্তবর্তী এলাকায় সুষ্ঠুভাবে পূজা উদযাপনে পূজামন্ডব কর্তৃপক্ষ ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেছেন ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্ণেল তৌহিদুর রহমান।
সোমবার (৭ অক্টোবর) বিকেলে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে তেঁতুলিয়ার শালবাহান ইউনিয়নের জামরিগুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্থাপিত পূজামন্ডবে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক জামাল উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ১৮ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল জিয়াউল হক, শালবাহান ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী, জামরিগুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেন জাকারিয়া, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি হিরা বাবুসহ জনপ্রতিনিধিসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।
মতবিনিময় সভায় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম ও সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী হিন্দু ধর্মাবলম্বীর পূজা উদযাপনে সার্বিক দিক থেকে নিরাপত্তার প্রদানে বিজিবিকে সহযোগিতা করার আশ্বাস দেন।
প্রধান অতিথির বক্তব্যে ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্ণেল তৌহিদুর রহমান বলেছেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা শুরু হয়েছে। আমরা যাতে আরও আনন্দপূর্ণভাবে এ উৎসব উদযাপন করতে পারি। আপনাদের পাশে থেকে নিরাপত্তা দিতে পারি সেসব বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে বিজিবির মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময়। আপনারা যারা সীমান্ত এলাকায় বসবাস করছেন তারা সব সময়ে বিজিবিকে পাশে পাবেন। যেকোন সমস্যায় বিজিবিকে পাশে পাবেন।
সেক্টর কমান্ডার আরও বলেন, আপনারা জানেন সরকার পটপরিবর্তনের পর অনেকে বিভিন্ন আশঙ্কা নিয়ে বসবাস করছিলেন। সনাতন ধর্মাবলম্বীদের উপর কোন নির্যাতন হয় কীনা। তারা নিরাপত্তাহীনতা করছিলেন। তখনো আপনাদের পাশে আমরা (বিজিবি) ছিলাম, এখনো আছি।
আগামীতেও সব সময় থাকবো। এটুকু আশস্ত করতে পারি যে, আপনারা যারা সীমান্ত এলাকায় বসবাস করছেন তারা সব সময়ে বিজিবিকে পাশে পাবেন। যেকোন সমস্যায় বিজিবিকে পাশে পাবেন। আর পূজা চলাকালীন বা পূজা শুরুর পূর্বে কোন দুষ্কৃতিকারী বা অপশক্তির উপস্থিতি টের পেলে সাথে সাথে বিজিবিকে জানানোর জন্য সংশ্লিষ্ট পূজা মন্ডপ কমিটির সভাপতিসহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেন। একই সাথে কোন ধরণের গুজবে কাউকে কান না দেয়ার আহবান জানান। কেউ গুজব ছড়ালে সঙ্গে সঙ্গে বিজিবি ও সংশ্লিষ্ঠ আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ জানান।
মেসেঞ্জার/দোয়েল/তারেক