ঢাকা,  বৃহস্পতিবার
৩১ অক্টোবর ২০২৪

The Daily Messenger

গাইবান্ধায় আর ইউ বি এস মডেল স্কুলের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪১, ১০ অক্টোবর ২০২৪

গাইবান্ধায় আর ইউ বি এস মডেল স্কুলের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

ছবি : মেসেঞ্জার

আর ইউ বি এস মডেল স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিশু শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। এসময় বৃত্তি প্রাপ্ত ৩৫জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

জানা গেছে, গাইবান্ধা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ২০২৩ সালের বৃত্তি পরীক্ষায় জেলার তিন শতাধিক বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। ওই পরীক্ষায় গাইবান্ধা সদর উপজেলার হাসপাতাল বালুয়ার আর ইউ বি এস মডেল স্কুলের ৬১ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে এর মধ্যে ৩৫জন শিক্ষার্থী মেধা বৃত্তি লাভ করে।

বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে বালুয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব মাওলানা মুজিবুর রহমানের সভাপতিত্বে ও তালিমুল হাসান সিয়ামের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আর ইউ বি এস মডেল স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক মোজাম্মেল হক মিলন, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষর পরিদর্শক মিজানুর রহমান সরকার মানিক, গ্রামীণ ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আশফাকুর রহমান সোহেল, আরিফ খা বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, ফজলুল হক মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রসুল প্রমুখ।

মেসেঞ্জার/সিয়াম/তারেক