ঢাকা,  শনিবার
২১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

বরগুনায় আগুনে তুলার মিল পুড়ে ছাই

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ০৯:০৩, ১১ অক্টোবর ২০২৪

বরগুনায় আগুনে তুলার মিল পুড়ে ছাই

ছবি: সংগৃহীত

বরগুনার আমতলী উপজেলায় খাঁন কটন নামের একটি তুলার মিলে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে প্রায় কয়েক লাখ টাকা মূল্যের মেশিন, তুলা ও কাঁচামালসহ বিভিন্ন সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) উপজেলার চাওড়া ইউনিয়নের কালিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, খাঁন কটন নামের ওই তুলার মিলটিতে হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় মিলটিতে তুলা এবং বিভিন্ন কাঁচামাল থাকায় মুহূর্তেই পুরো মিলে আগুন ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের দেওয়া খবরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এর আগেই মিলের মধ্যে থাকা মেশিন, তুলা ও কাঁচামালসহ বিভিন্ন সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।

খাঁন কটন মিলের মালিক হামিম খান বলেন, আগুন লেগে আমার মিলের সবকিছুই শেষ হয়ে গেছে। মেশিন, তুলা ও কাঁচামাল সবকিছু আগুনে পুড়ে এখন ছাই। এতে ব্যাপক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

আমতলী উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মো. হানিফ বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে তুলার মিলটিতে বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানা গেছে।

এ বিষয়ে আমতলী উপজেলা নির্বাহী অফিসার  মুহাম্মদ আশরাফুল আলম বলেন, অগ্নিকাণ্ডের খবর আমরা তৎক্ষণাৎ ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতি পুষিয়ে উঠতে ভুক্তভোগীকে যথাসম্ভব সহযোগিতা করা হবে।

মেসেঞ্জার/আজিজ