ঢাকা,  বৃহস্পতিবার
৩১ অক্টোবর ২০২৪

The Daily Messenger

সিরাজগঞ্জে আলোচিত গণধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২:২৩, ১১ অক্টোবর ২০২৪

সিরাজগঞ্জে আলোচিত গণধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেপ্তার

ছবি: মেসেঞ্জার

মরগীর ফার্মের ডিম শ্বশুড় বাড়িতে দিয়ে বাড়ি ফেরার সময় সিরাজগঞ্জের বহুলীতে গণধর্ষণের শিকার হয় এক গৃহবধু। এই মামলায় পলাতক আসামী মোঃ ডলার তালুকদারকে (৩৭) গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা।

শুক্রবার (১০ অক্টোবর) রাতে জেলার রায়গঞ্জের ধামাইনগর ইউনিয়নের সরাই এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তার ডলার তালুকদার সদর উপজেলার ডুমুর ইছা গ্রামের মৃত নায়েব আলীর ছেলে।

শনিবার (১১ অক্টোবর) সকালে র‌্যাব-১২ সদর দপ্তরের কোম্পানী কমান্ডার (লে: কমান্ডার বিএন) এম আবুল হাশেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত (১ অক্টোবর) সন্ধ্যায় নির্যাতিত গৃহবধু মুরগীর ফার্মের মালিকের শ্বশুড় বাড়ি সিরাজগঞ্জ শহরে ডিম দেওয়ার জন্য অটোরিক্সায় রওয়া হয়। এসময় শহরের নিউ মার্কেট এলাকায় পৌছালে অপরিচিত একজনের অটোভ্যান রিজার্ভ করে বাড়ি ফেরার পথে সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার ডুমুরইছা হাটখোলা বাজার এলাকায় ভ্যানটি ধামিয়ে জোরপূবক গৃহবধুকে নামিয়ে নেয় কয়েকজন দুর্বৃত্তরা।

পরে তারা ওই গৃহবধুকে বাজারের পাশেই ইউক্যালিপটাস গাছের বাগানে নিয়ে গণধর্ষণ করে। পরে গৃহবধুকে একটি অপরিচিত সিএনজিতে তুলে দেয় দুর্বৃত্তরা। মুরগীর ফার্মে পৌছে বিষয়টি ফার্মের মালিক অবগত করে। পরে ফার্মের মালিক গৃহবধুকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। এঘটনায় নিজেই বাদি হয়ে গত (৫ অক্টোবর) সদর থানায় গণধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। যার মামলা নং-৫।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১২’র তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা শাখার সহযোগিতায় গতকাল রাতে গণধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামী ডলার তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাজ থেকে একটি মোবাইল জব্দ করা হয়েছে। গ্রেপ্তার আসামীকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মেসেঞ্জার/অদিত্য/আজিজ