ঢাকা,  শনিবার
২১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

নলডাঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শনে জামায়াত নেতারা

নাটোর প্রতিনিধি 

প্রকাশিত: ১৯:৪৫, ১১ অক্টোবর ২০২৪

নলডাঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শনে জামায়াত নেতারা

ছবি : মেসেঞ্জার

নাটোরের নলডাঙ্গায় হিদু সম্প্রদায়ের সার্বজনীন দুর্গাৎসবে বিভিন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা-উপজলা পর্যায়ের জামায়াত নেতারা। শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার নলডাঙ্গা পৌরসভার প্রতিটি ওয়ার্ডে র মণ্ডপ পরিদর্শন করেন তারা। এসময় জামায়াতের নেতারা মণ্ডপগুলো ঘুরে ঘুরে দেখেন ও পূজা উদযাপন কমিটির নেতারাসহ হিদু সম্প্রদায়ের লোকজনের সাথে কথা বলেন। নিরাপত্তা নিয়ে খোঁজ-খবর নেন।

এ ছাড়াও নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালনে সহযোগিতার বিষয়ে পূজা উদযাপন কমিটির নেতাদেরকে আশ্বস্ত করেন জামায়াত নেতারা। এসময় তারা মণ্ডপগুলাতে রক্ষিত পরিদর্শন বহিত তাদের স্ব-স্ব মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এসময় উপস্থিত ছিলেন, নাটোর জেলা জামাতের সহকারী সেক্রেটারী ও নলডাঙ্গা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ড. অধ্যাপক জিয়াউল হক, নাটোর জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আফতাব আলী, পৌর জামাতের আমির ডা. মামুনুর রশিদ মোল্লা, জামায়াত নেতা মো. নজরুল ইসলাম সহ জামায়াতের জেলা-উপজলা পর্যায়ের বিভিন্ন নেতা ও ছাত্র শিবিরের নেতারাও সঙ্গে ছিলেন।

মেসেঞ্জার/আরিফুল/তারেক