ঢাকা,  শনিবার
২১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

আশুলিয়ায় ৫০০ লিটার চোলাই মদসহ উপজাতি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সাভার 

প্রকাশিত: ২০:০১, ১১ অক্টোবর ২০২৪

আশুলিয়ায় ৫০০ লিটার চোলাই মদসহ উপজাতি গ্রেপ্তার

ছবি : মেসেঞ্জার

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ড্রামভর্তি ৫০০ লিটার চুলাই মদসহ নিয়ং মারমা (৩৮) নামে এক উপজাতি মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ অক্টোবর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক। এর আগে, বৃহস্পতিবার (১০ অক্টোবর) গভীর রাতে আশুলিয়ার নিশ্চিন্তপুর পূর্বপাড়া রাজ পার্কের সামনে থেকে এই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নিয়ং মারমা খাগড়াছড়ি জেলার সদর উপজেলার নুনছড়ি মারমাপাড়ার খিদু মারমার ছেলে। আশুলিয়ার নিশ্চিন্তপুর পূর্বপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন তিনি। এ ঘটনায় আশুলিয়া থানায় বাদী হয়ে মামলা দায়ের করেছেন উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ আল মামুন। 

এজাহারে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে বিবাদী জানতে পারেন নিশ্চিন্তপু্র এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য কেনাবেচা করছে। সেখানে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়। এ সময় নীল রংয়ের তিনটি ড্রামে যথাক্রমে ১৮৫ লিটার, ১৪৫ লিটার ও ২৯০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এছাড়া সাদা সিলভারের পাতিলে সংরক্ষিত আরও ২৫ লিটারসহ মোট ৫০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। যার বাজারমূল্য অন্তত পাঁচ লাখ টাকা। 

পুলিশ জানায়, মাদক ব্যবসায়ী নিয়ং মারমা আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় দীর্ঘদিন যাবত অবৈধভাবে চুলাই মদের ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে প্রায় ৫০০ লিটার চুলাই মদ উদ্ধার করা হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ৫০০ লিটার চোলাই মদসহ আটক আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মেসেঞ্জার/নোমান/তারেক