ছবি: মেসেঞ্জার
বিএনপি নেতাকর্মীরা পূজা মন্ডপ পাহারা দিচ্ছে উল্লেখ করে কেন্দ্রীয় বিএনপি'র ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (স্থগিত) শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন বিভিন্ন ধর্মের মানুষের বসবাসের দেশ বাংলাদেশ। আমরা সবাই বাংলাদেশী এখানে সংখ্যালঘু বলে কোন শব্দ নেই। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপনে সকলকে সহযোগিতা করতে হবে।
শুক্রবার (১১ অক্টোবর) রাতে তিনি ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে একথা বলেন।
এ সময় জেলা ও উপজেলা বিএনপি'র এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।
শামা ওবায়েদের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা নগরকান্দা পৌরসভার অন্তত দশটি পূজা মন্ডপ সহ উপজেলার পরিদর্শন করেন। এ সময় তিনি মন্ডপ কর্তৃপক্ষের হাতে নগদ অর্থ তুলে দেন।
মেসেঞ্জার/নাজিম/আজিজ