ছবি: মেসেঞ্জার
ঢাকার সাভারে সংঘবদ্ধ হয়ে ইটভাটায় ডাকাতিকালে গণপিটুনি দিয়ে তিনজনকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ সময় ডাকাত দলের বাকি সদস্যরা পালিয়ে যায়।
এ ঘটনায় শুক্রবার (১১ অক্টোবর) সকালে ইটভাটা মালিক অনিক রহমান বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। এর আগে, বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে সাভারের আমিনবাজার এলাকায় এবিসি ব্রিকস নামের ইটভাটায় এ ঘটনা ঘটে। শুক্রবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া।
গ্রেপ্তারকৃতরা হলেন- রাজধানীর দারুসসালাম থানার প্রথম কলোনি এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে মো. মাঈনুল হোসেন (৫০), জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার উতমারচর এলাকার মৃত সামাদ মিয়ার ছেলে মো. শফিকুল ইসলাম (৪৫) ও পাবনা জেলার বুনাইনগর থানার পাঁচমঙ্গল এলাকার মঞ্জু প্রামাণিকের ছেলে মো. সাইফুল ইসলাম (৩৫)। ঘটনার সঙ্গে জড়িত আরো অন্তত ১০-১২ জন পলাতক রয়েছে বলে জানা গেছে।
এজাহার সুত্রে জানা যায়, সাভারের আমিনবাজার এলাকার তুরাগ নদীর তীরবর্তী এলাকায় দীর্ঘদিন যাবত ইটভাটার ব্যবসা করে আসছেন মো. অনিক রহমান। বৃহস্পতিবার রাতে তার মালিকানাধীন এবিসি ব্রিকসে ট্রলারযোগে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে একদল ডাকাত হানা দিয়ে জোরপূর্বক ভাটায় থাকা এস্কেভেটর (খননযন্ত্র) গ্যাস কাটার দিয়ে কেটে ট্রলারে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ইটভাটায় থাকা নিরাপত্তা প্রহরী মোবাইলফোনে মালিক ও এলাকাবাসীর সঙ্গে যোগাযোগ করলে তারা এসে তিনজনকে গণপিটুনি দিয়ে নৌ পুলিশে সোপর্দ করে।
এ ব্যাপারে সাভার নৌ থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিব হাসান বলেন, ইটভাটায় লুটপাটের ঘটনায় ৩ জনকে আটক করে রাতেই সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, আটকদের বিরুদ্ধে ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
মেসেঞ্জার/নোমান/আজিজ