ঢাকা,  বৃহস্পতিবার
৩১ অক্টোবর ২০২৪

The Daily Messenger

নড়াইল জামায়াতে ইসলামীর বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪৬, ১২ অক্টোবর ২০২৪

নড়াইল জামায়াতে ইসলামীর বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন

ছবি: মেসেঞ্জার

নড়াইল জেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন। শারদীয় দুর্গোৎসবের প্রথম দিন থেকেই তারা জেলার বিভিন্ন এলাকায় গিয়ে হিন্দু ধর্মালম্বীদের সঙ্গে কথা বলছেন। দুর্গাপূজা সুষ্ঠু-সুন্দর পরিবেশে উদযাপনের লক্ষ্যে মন্ডপে মন্ডপে যাচ্ছেন জামায়াতের নেতাকর্মী ও সমর্থকেরা।

ষষ্টী প্রথম থেকে আজ নবমী পর্যন্ত নড়াইল পৌর এলাকাসহ মাইজপাড়া, হবখালী, শাহাবাদ, কলোড়া, তুলারামপুর, আউড়িয়া, মুলিয়া, লোহাগড়া উপজেলার লাহুড়িয়া, নলদী, শালনগর, নোয়াগ্রাম ইউনিয়নের শতাধিক মন্দির পরিদর্শন করেছেন জামায়াতের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন-জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারী ওবায়দুল্লাহ কায়সার, লোহাগড়া থানার পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, মাইজপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ, গোবরা মিত্র মহাবিদ্যালয়ের অধ্যক্ষ, নলদী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি, মতুয়া সম্প্রদায়ের জেলা সভাপতি অসীম পাল, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হেমায়েতুল হক হিমু, নড়াইল পৌর আমির হাফেজ মাওলানা আল আমিন, সদর উপজেলা আমির হাফেজ মাওলানা মিরাজুল ইসলামসহ অনেকে।

পূজামন্ডপে জামায়াতের নেতাদের পেয়ে শুভেচ্ছা ও ভালোবাসায় বরণ করে নেন জেলা, উপজেলা এবং ইউনিয়ন পূজা উদযাপন পর্ষদের নেতৃবৃন্দসহ মন্ডপের পুরোহিতরা।

জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু বলেন, শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে জেলা পূজা উদযাপন পর্ষদের নেতাদের সঙ্গে অনেকবার বৈঠক করেছি। সর্বধর্মীয় সভা করা হয়েছে। দুর্গোৎসব উপলক্ষ্যে জামায়াতের পক্ষ থেকে আমাদের নেতাকর্মী ও সমর্থকরা মন্ডপগুলোতে পহারা দিচ্ছেন।

আমাদের ভ্রাম্যমাণ দলের সদস্যরাও সার্বিক ভাবে লক্ষ্য রেখেছেন যাতে মন্ডপগুলোতে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমরা দুর্গোৎসব সুষ্ঠু-সুন্দর ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইন-শৃঙ্খলাবাহিনী ও হিন্দু ধর্মালম্বীদের সার্বিক সহযোগিতা করছি।

মেসেঞ্জার/ফরহাদ/আজিজ