ছবি: মেসেঞ্জার
বগুড়ার কাহালুতে যাত্রীবেশী অজ্ঞান পাটির সদস্য কর্তৃক চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাইয়ের পর ছিনতাই হওয়া ইজিবাইকসহ জনতা অজ্ঞান পাটির তিনজন সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। শুক্রবার (১১ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার দেওগ্রাম থেকে দেড় শত গজ উত্তরে তালোড়া সড়কে এই ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন বগুড়া সদর উপজেলার মহিষবাতান গ্রামের মোঃ মিলনের পুত্র মোঃ মুনছুর প্রাং (২৫), মোঃ স্বপন ইসলাম সাগর (২৬) ও শাজাহানপুর উপজেলার ডোমনপুকুর গ্রামের আঃ মজিদের কন্যা মোছাঃ অঞ্জনা আক্তার মুক্তি (১৯)।
পুলিশ জানান, ঘটনার দিন নাটোর জেলার সিংড়া উপজেলার মোঃ জাহিদুল আলীর পুত্র মিনহাজ তার ইজিবাইক নিয়ে কাহালু উপজেলার এরুইল বাজারে অবস্থান করছে যাত্রী বহনের জন্য। সন্ধ্যার দিকে তালোড়া যাওয়ার কথা বলে চারজন অজ্ঞান পাটির সদস্য তার ইজিবাইক ভাড়া করে। ঘটনাস্থলে অজ্ঞান পাটির সদস্যরা কৌশলে মিনহাজকে চেতনানাশক ঔষুধ পান করে তাকে অজ্ঞান করে ইজিবাইক নিয়ে পালানোর পথে জনতা তিনজন অজ্ঞান পাটির সদস্যকে আটক করে। পরে কাহালু থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে থানায় আনে এবং মিনহাজকে হাসপাতালে ভর্তি করেন।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শাহীনুজ্জামান জানান, এঘটনায় মিনহাজের বড় ভাই বায়োজিদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। সেই মামলায় ওই তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।
মেসেঞ্জার/আলমগীর/আজিজ