ঢাকা,  বৃহস্পতিবার
৩১ অক্টোবর ২০২৪

The Daily Messenger

সরাইলে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে ব্যারিস্টার রুমিন ফারহানা

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

প্রকাশিত: ১৭:১২, ১২ অক্টোবর ২০২৪

সরাইলে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে ব্যারিস্টার রুমিন ফারহানা

ছবি : মেসেঞ্জার

শারদীয় দূর্গোৎসব উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি’র সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার রূমিন ফারহানা।

শুক্রবার (১১ অক্টোবর) গভীর রাত পর্যন্ত সরাইল সদর, শাহবাজপুর, শাহজাদাপুর, নোয়াগাঁও ও কালিকচ্ছ ইউনিয়নের বিভিন্ন গ্রামে পূজামন্ডপে উপস্থিত হয়ে হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

মণ্ডপ পরিদর্শনে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাবেক সহসভাপতি (১) মো. জহির উদ্দিন আহমেদ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. ইসমাঈল হোসেন উজ্জ্বল, বিএনপি মো. শফিকুল ইসলাম সেলু, সাবেক সম্পাদক ও সরাইল সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার, উপজেলা পূঁজা উৎযাপন কমিটির সভাপতি দেবদাস সিংহ রায়, কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি দীলিপ বণিক, সাধারণ সম্পাদক অসীম ধর।

এ ছাড়া উপজেলা ও ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদলের অনেক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

মেসেঞ্জার/রিমন/তারেক