ঢাকা,  মঙ্গলবার
২২ অক্টোবর ২০২৪

The Daily Messenger

চাটমোহরে সেলুন মালিকের ক্ষুরের আঘাতে বৃদ্ধ জখম

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৪, ১২ অক্টোবর ২০২৪

চাটমোহরে সেলুন মালিকের ক্ষুরের আঘাতে বৃদ্ধ জখম

ছবি : মেসেঞ্জার

পাবনার চাটমোহরে ক্ষৌরকার্য (শেভ) করানোর সময় সেলুন মালিকের ক্ষুরের আঘাতে গোপাল হালদার (৬০) নামের এক বৃদ্ধ গুরুতর জখম হয়েছেন। শনিবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে পৌর শহরের শাহী মসজিদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। তিনি কাজীপাড়া মহল্লার মৃত মণি হালদারের ছেলে। গুরুতর আহতাবস্তায় ওই ব্যক্তিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

জানা গেছে, শনিবার বিকেলে শাহী মসজিদ মোড় এলাকায় নিমিপাড়া মহল্লার খগেন্দ্র নাথ দাসের ছেলে জীবন সরকারের সেলুনে ক্ষৌরর্কা (শেভ) করতে যান গোপাল হালদার। এ সময় সেভ করার দরদাম নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে গোপাল হালদারের হলায় ধারালো ক্ষুর দিয়ে আঘাত করে সেলুন মালিক জীবন। এরপর স্থানীয়রা গোপাল হালদারের চিৎকারে জড়ো হলে কৌশলে পালিয়ে যায় সেলুন মালিক জীবন। পরে গুরুতর আহতাবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক গোপাল হালদারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আসিফ বলেন, ক্ষুরের আঞাতে গোপাল হালদার নামের ওই ব্যক্তির গলার রক্তনালি কেটে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। 

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, খবর পেয়ে গোপাল হালদার নামের জখম ওই ব্যক্তিকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত রাজশাহী পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান বলে জানান তিনি।

মেসেঞ্জার/পবিত্র/তারেক