ঢাকা,  শনিবার
২১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

বগুড়ায় শেখ হাসিনা-কাদেরসহ দলীয় ১৩২ জনের বিরুদ্ধে মামলা

বগুড়া ব্যুরো

প্রকাশিত: ২০:৫৭, ১২ অক্টোবর ২০২৪

বগুড়ায় শেখ হাসিনা-কাদেরসহ দলীয় ১৩২ জনের বিরুদ্ধে মামলা

ছবি : মেসেঞ্জার

বগুড়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং জেলা আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক ও জেলা জাতীয় পার্টি সভাপতিসহ আওয়ামী, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের ১৩২ নেতা-কর্মীর নামে এবং অজ্ঞাতনামা ৪০০ জনের বিরুদ্ধে হত্যা চেস্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

বগুড়া শহরতলির আকাশতারা এলাকার জিল্লাল ফকিরের ছেলে আব্দুল মজিদ বাদী হয়ে শুক্রবার (১১ অক্টোবর) সদর থানায় ওই মামলা দায়ের করেন।

আব্দুল মজিদ এজাহারে অভিযোগ করেছেন, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আসামীরা শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরের নির্দেশে (১৭ জুলাই) দুপুরে বগুড়া শহরের কাঁঠালতলা এলাকায় আগ্নেয়াস্ত্র, ককটেল ও পেট্রোল বোমা নিয়ে ছাত্রজনতার ওপর ঝাপিয়ে পড়ে।

এতে তিনি মারাত্মক আহত হন এবং চোখ জখম হয়। তাকে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ঢাকায় জাতীয় চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন চিকিৎসার কারণে মামলা দায়ের করতে বিলম্ব হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এসএম মঈন উদ্দিন জানান, বাদীর এজাহার মামলা হিসেবে দণ্ডবিধির ১৪৩,৩২৬, ৩০৭ ও ১০৯ ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইনে রেকর্ড করা হয়েছে।

উল্লেখ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এর আগেও বগুড়ায় ৮টি মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে ৫টি হত্যা, অপহরণ এবং তিনটি হত্যার চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

মেসেঞ্জার/আলমগীর/তারেক