ছবি : মেসেঞ্জার
নোয়াখালী হাতিয়ায় বাংলাদেশ গণ অধিকার পরিষদের উদ্যোগে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী দেশ গঠনে ছাত্র সমাজের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার নিউমার্কেটের ৩য় তলায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে জুলাই বিপ্লবে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা তামজিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, গণঅধিকারের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, উচ্চতর পরিষদ সদস্য আব্দুজ জাহের, নোয়াখালী জেলার সদস্য সচিব মামুন, যুগ্ম আহবায়ক আযহার উদ্দিন, ছাত্র অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগরের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব উদ্দিন, সোহরাওয়ার্দী কলেজ শাখার সাধারণ সম্পাদক সাহারাজ, হাতিয়া উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি নেয়ামত উল্লাহ নিরব, সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম সোহাগ, নোয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাইয়ে ছাত্রজনতার গণ অভ্যুত্থনের সাফল্যের পিছনে যে শক্তি যুগিয়েছে তা হলো বাংলাদেশের গন অধিকার পরিষদ। দেশ এখন স্বাধীন হয়েছে আর এই স্বাধীনতাকে অবশ্যই ধরে রেখে দেশকে উন্নত শিখরে নিয়ে যেতে হবে।১৫ বছর মানুষের উপর জুলুমকারী আওয়ামিলীগ দেশ ছেড়ে পালিয়েছে। বর্তমানে তাদের কোন অস্তিত্ব নেই, তারা এখন অনলাইনলীগে পরিণত হয়েছে। তারা অনলাইনে গুজব ছড়াচ্ছে, মানুষকে বিভ্রান্ত করার জন্য। আপনাদেরকে সজাগ থাকতে হবে আওয়ামিলীগের গুজবে কান দেওয়া যাবে না।
মেসেঞ্জার/রাসেল/তারেক