ছবি: মেসেঞ্জার
কক্সবাজারের চকরিয়ার পূজা মন্ডপ পরিদর্শন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের একটি টিম। শনিবার(১২ অক্টোবর) রাতে তারা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন এবং শুভেচ্ছা বিনিময় করেন।
এদিকে এই উৎসবকে ঘিরে চকরিয়ায় প্রশাসনের পক্ষথেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। উপজেলায় প্রায় ৯০টি পূজা মন্ডপে দুর্গাপুজা অনুষ্ঠিত হয়। এরমধ্যে ৪৭টি মন্ডপে প্রতিমা পূজা ও ৪৩টি মন্ডপে ঘট পূজা হচ্ছে।
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থী যথাক্রমে সায়েদ হাসান,শামশুল আলম সাঈদী ও মোবারক হোছাইন জিহান সহ অনেকেই।
এ সময় শিক্ষার্থীরা বলেন, আমরা সকল ধর্মের মানুষ এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একই সমাজে বসবাস করি । সকলের প্রচেষ্টায় একটি নতুন বাংলাদেশ অর্জন হয়েছে।আমাদের প্রতিজ্ঞা হোক দুর্নীতি মুক্ত,বৈষম্য মুক্ত,অপরাধমুক্ত একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ।সকলে চাইলে এটি সম্ভব।
মেসেঞ্জার/রিদুয়ান/দিশা