ঢাকা,  শনিবার
২১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

আড়াই ঘণ্টা পর শেরে বাংলা মেডিকেল কলেজের আগুন নিয়ন্ত্রণে

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১২:৩৬, ১৩ অক্টোবর ২০২৪

আড়াই ঘণ্টা পর শেরে বাংলা মেডিকেল কলেজের আগুন নিয়ন্ত্রণে

ছবি: সংগৃহীত

টানা আড়াই ঘণ্টা চেষ্টার পর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। 

রোববার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে মেডিসিন ইউনিট ভবনের নিচতলার একটি স্টোর রুমে আগুন লাগে। পরে ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

জানা গেছে, হাসপাতালের অভ্যন্তরের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে। তবে কিছু ধোয়া এখনো আছে। রোগীদের নিরাপদে নামিয়ে আনা হয়েছে। সকাল ৯টা ৩ মিনিটে আগুনের খবর পাই। ৯টা ৬ মিনিটে এসে কাজ শুরু করি। সাড়ে ১১টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। আগুনের কারণে মালামাল পুড়লেও কোনো রোগী ক্ষতিগ্রস্ত হননি। তবে আতঙ্কে কেউ মারা গেছেন কিনা তা এখনও নিশ্চিত জানা যায়নি। 

মেসেঞ্জার/দিশা