ঢাকা,  শনিবার
২১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

যশোরে রেক্টিফাইড স্পিরিট ও বিদেশি মদসহ আটক ১

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১১, ১৩ অক্টোবর ২০২৪

যশোরে রেক্টিফাইড স্পিরিট ও বিদেশি মদসহ আটক ১

ছবি: মেসেঞ্জার

যশোরে ৫০ বোতল রেক্টিফাইড স্পিরিট ও ১ বোতল বিদেশি মদসহ রাজেন্দ্র কুমার বাঁশফোড় নামে একজন আটক হয়েছে। শনিবার (১২ অক্টোবর) রাত ৯ টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডি এন সি) অভিযান চালিয়ে সদর উপজেলার বসুন্দিয়া থেকে তাকে আটক করে। 

ধৃত রাজেন্দ্র কুমার বসুন্দিয়া গ্রামের হরিজনপাড়ার সূর্য কুমার বাঁশফোড়ের ছেলে। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপ পরিচালক আসলাম হোসেন জানান, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজেন্দ্র কুমার বাঁশফোড়কে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫০ বোতল রেক্টিফাইড স্পিরিট ও ১ বোতল বিদেশি মদ উদ্ধার হয়। পরে তাকে কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে। 

উপপরিদর্শক এস এম শাহীন পারভেজ বাদী হয়ে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছেন।

মেসেঞ্জার/দিশা