ছবি: মেসেঞ্জার
বজ্রপাত থেকে রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবিলায় ৫ শতাধিক তালের বিজ বপন করেছে তারুন্যে আউলিয়াপুর’ নামের একটি সামাজিক সংগঠন। শনিবার (১২ অক্টোবর) বিকেলে উত্তর আউলিয়াপুর নামক গ্রামের ২ কিলোমিটার সড়কের দুই পাশে তাল গাছের বীজ রোপণের মাধ্যমে এই উদ্যোগের উদ্বোধন করেন সংগঠনের সদস্যরা। এ সময় ইউনিয়নের সকলকে এই কার্যক্রমের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান সংগঠনের সদস্যরা।
‘তারুণ্যে আউলিয়াপুর’ সংগঠন এর প্রতিষ্ঠাতা এস.এম.সোহান বলেন, তাল গাছ অনেক উঁচু হওয়ায় বজ্রাঘাত ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়-ক্ষতি নিরসনে কার্যকরী ভূমিকা রাখে। এছাড়া মাটির ক্ষয় রোধ, প্রকৃতির ভারসাম্য রক্ষায় তালগাছের জুড়ি নেই। এর পাশাপাশি ঘরের খুঁটি ও হাতপাখা তৈরিতে তালগাছের ব্যবহার হয়ে আসছে দীর্ঘদিন ধরে। তাল পাতার পাখা আমাদের ঐতিহ্যের একটি অংশ। তাল গাছের ডালের আঁশ থেকে রকমারি দ্রব্যাদি প্রস্তুত হয়। তবে বর্তমানে তাল গাছের সংখ্যা ক্রমশই হ্রাস পাচ্ছে। এমন উপকারী একটি গাছের বৃদ্ধি ও সংরক্ষণের কথা মাথায় রেখে, আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি।
মেসেঞ্জার/মানিক/দিশা