ছবি : মেসেঞ্জার
হাটহাজারীতে র্যালি, অগ্নিকাণ্ড বিষয়ক মোহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস"২৪ উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম মশিউজ্জামানের সভাপতিত্বে রোববার হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
"আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি" এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা)'র আয়োজনে ও হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্স সহযোগিতায় বক্তব্য রাখেন, প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুর রহিম, সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. বোরহান উদ্দিন প্রমূখ। মহড়ার নেতৃত্ব দেন সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল মান্নান। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীসহ সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মেসেঞ্জার/সুমন/ফামিমা