ছবি : মেসেঞ্জার
'আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রকল্প বাস্তবায় অফিসের আয়োজনে ডাসকো ফাউন্ডেশনের পরিবেশ প্রকল্পের অংশগ্রহণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে আলোচনা ও উপজেলা ফায়ার সার্ভিসের মহড়া দেখানো হয়।
রবিবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার বিয়াম ল্যাবরেটরি স্কুল চত্বরে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউদ্দিন আহমেদ, আত্রাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মইনুর রহমান, বিয়াম ল্যাবরেটর স্কুলের প্রধান শিক্ষক, ডাসকো ফাউন্ডেশন পরিবেশ প্রকল্পের আত্রাই উপজেলা সমন্বয়কারী আবু হেনা মো. ফিরোজ এ্যাডভোকেসী এ্যাসিস্ট্যান্ট গোলাম রাব্বানী, এফ.এফ নিলুফা খাতুন, আবু সালেক, এমদাদুল হকসহ উপজেলা প্রশাসনের সকল দপ্তরের অফিসার, সূধীজনসহ স্কুলের চারশতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
মেসেঞ্জার/নাহিদ/তারেক