ঢাকা,  বৃহস্পতিবার
২৩ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

নরসিংদীতে বৈদ্যুতিক শকে মাছ ধরার সময় শিকারীর মৃত্যু

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৪, ১৩ অক্টোবর ২০২৪

নরসিংদীতে বৈদ্যুতিক শকে মাছ ধরার সময় শিকারীর মৃত্যু

ছবি : মেসেঞ্জার

নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে বৈদ্যুতিক শকে মাছ ধরার সময় মনির মিয়া (১৬) নামে এক মৎস্য শিকারীর মৃত্যু হয়েছে। রোববার (১৩ অক্টোবর) বিকালে রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নের মেঘনা নদীর নয়াচরে এ ঘটনা ঘটে।

চাঁনপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য মো. আলমাছ খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত মনির মিয়া চাঁনপুর ইউনিয়নের মাঝেরচর গ্রামের ইসমাইল মিয়ার ছেলে।

নিহতের স্বজন মোবাশ্বির বিন মোস্তফা কামাল ও এলাকাবাসী জানান, মনির ব্যাটারিচালিত ইলেকট্রিক শক ডিভাইসের সাহায্যে মেঘনা নদীতে মাছ ধরার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নদীতে পড়ে যায়। এসময় সঙ্গে থাকা দুইজন মৎস্য শিকারী তাকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে আসে। পরে তাকে ভৈরবের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, কিছু মৎস্য শিকারি পানিতে ইলেকট্রিক শক দিয়ে মাছ ধরেন। এভাবে মাছ ধরা যেমন ঝুঁকিপূর্ণ এবং এতে মাছের পোনা মরে যাওয়াসহ ও ডিম নষ্ট হয়ে যায়। এ পদ্ধতিতে ধরা মাছের প্রকৃত স্বাদও থাকে না।

মেসেঞ্জার/কাউছার/তারেক