ছবি : মেসেঞ্জার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধীতপুর মধ্যে পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, ওই এলাকার আরশাফ মিয়ার ছেলে সিহাবুল ইসলাম আদিল (২ বছর ৬ মাস) ও রমজান মিয়ার ছেলে আরাবিন (২)। নিহত শিশুরা সম্পর্কে চাচাত ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে দিকে ওই দুই শিশু বাড়িতে খেলাধুলা করছিল। খেলার একপর্যায়ে বাড়ির লোকজনের অগোচরে পাশে পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন দুই শিশুকে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। পরে পুকুরের পানিতে এক শিশুর মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে। পরে সেখানে খোঁজাখুঁজি করে অপর শিশুর মরদেহ উদ্ধার করে।
সরাইল থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে খবর নিয়েছি দুই ভাইয়ের দুই ছেলে পানিতে ডুবে মারা গেছে।
মেসেঞ্জার/রিমন/তারেক