ছবি : মেসেঞ্জার
টাঙ্গাইলের কালিহাতীতে ঝিনাই নদীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে দুই নৌকা সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। রোববার বিকালে কালিহাতী পুরাতন থানা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কিশোর অপু পাল (১২) উপজেলার দক্ষিণ বেতডোবা গ্রামের বিষ্ণু পালের ছেলে।
কালিহাতী থানার ওসি আবুল কালাম ভূঁইয়া বলেন, প্রতি বছরের মতো এবারো প্রতিমা বিসর্জ্জন দেওয়ার আগ মুহুর্তে বিভিন্ন নৌকা নিয়ে এলাকাবাসী ভ্রমণ করে থাকে। বিকেলে চারটার দিকে নৌকার স্পিড বেশি থাকার ফলে দুইটি নৌকা সংঘর্ষ হয় এতে অপুসহ কয়েকজন আহত হয়।
স্থানীয়দের সহযোগীতায় পুলিশ আহতদের কালিহাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্ব চিকিৎসক অপু পালকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
মেসেঞ্জার/মোস্তফা/তারেক