ঢাকা,  বৃহস্পতিবার
৩১ অক্টোবর ২০২৪

The Daily Messenger

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন 

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৪৬, ১৪ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন 

ছবি: মেসেঞ্জার

"আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি" এ শ্লোগানে চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক প্রশমন দিবস উদযাপন হয়েছে। 
"আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৪" উদযাপন উপলক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চুয়াডাঙ্গা ভূমিকম্প, দুর্ঘটনা ও অগ্নি দুর্ঘটনার ক্ষেত্রে গৃহীত পদক্ষেপের মহড়ার আয়োজন করে। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল  ইসলাম। এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ফায়ার ফাইটারস, বেসরকারি সংস্থা, সুধীসমাজের প্রতিনিধিগণ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

মেসেঞ্জার/লিটন/আজিজ