ছবি : মেসেঞ্জার
নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা/কর্মচারীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে সড়ক বিভাগে কর্মরত কর্মচারী সোহেল রানার মিথ্যা, বানোয়াট এবং বিভ্রান্তিমুলক তথ্যের প্রতিবাদে নওগাঁ সড়ক বিভাগ প্রাঙ্গনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নওগাঁ সড়ক বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সড়ক বিভাগ নওগাঁর অফিস চত্ত্বরে অবস্থিত পরিদর্শন বাংলো সম্পর্কে সাংবাদিকদের নিকট মিথ্যা, বানোয়াট এবং বিভ্রান্তিমুলক তথ্য প্রদানের জন্য সড়ক উপ-বিভাগ পত্নীতলায় কর্মরত পাহাদার মো. সোহেল রানা বাবলুকে অনতিবিলম্বে চাকুরী হতে অব্যাহতিসহ তার বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
একজন কর্মচারী তার ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে নিজের বিভাগকে নিয়ে বিতর্কিত ও সম্মানহানীকর তথ্য বাহিরে প্রকাশ করতে পারেন না। বাবুল সেই নাক্কারজনক কাজটিই করেছে। আমরা এমন জঘন্যতম কাজের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যদি দ্রুত সড়ক বিভাগ কুচক্রী বাবলুকে চাকুরী থেকে অব্যাহতি প্রদান না করেন তাহলে নওগাঁ সড়ক বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীরা কাজ বন্ধ রেখে রাজপথে নেমে কঠোর আন্দোলনের হুমকি প্রদান করেন।
এসময় বক্তব্য রাখেন নওগাঁ সড়ক বিভাগের কর্মচারী শরিফুল ইসলাম, শফিকুল ইসলাম লেবু প্রমুখ। পরে নওগাঁ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুল হক রাসেলের আশ্বাসে কর্মকর্তা/কর্মচারীরা তাদের কর্মসূচি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সমাপ্ত করেন।
এই বিষয়ে কর্মচারী সোহেল রানা বাবলুর বক্তব্য নিতে তার মুঠোফোনে ফোন দিলে রিসিভ না হওয়ায় বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি। নওগাঁ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুল হক রাসেল বলেন, বাবলুর মতো কর্মচারী প্রতিটি বিভাগের জন্য খুবই ভয়ঙ্কর।
যে কর্মচারী তার নিজের স্বার্থের জন্য নিজের কর্মস্থলকে নিয়ে বাহিরে মিথ্যে, বানোয়াট ও সম্মানহানীকর তথ্য ছড়িয়ে দিয়ে সুনাম নষ্ট করে তার কঠোর শাস্তি হওয়া প্রয়োজন। নওগাঁ সড়ক বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীরা বাবলুর বিষয়টি আমাকে জানিয়েছে। আমি দ্রুত তদন্ত সাপেক্ষে বাবলুর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবো।
মেসেঞ্জার/বেলায়েত/তারেক