ছবি : মেসেঞ্জার
বান্দরবানে রুমা উপজেলায় রুমা বাজার থেকে বাড়ির ফেরার পথে সাংগু নদী গংগা পাড়া ঘাটের স্পীডবোট ডুবে এক মহিলা নিখোজঁ হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে সাড়ে তিন টায় এই ঘটনা ঘটে।
নিখোঁজ মহিলা পাইন্দু ইউনিয়নের ১নং ওয়ার্ডের তমক পাড়া বাসিন্দা উয়ইচিং মারমা (৩৬) মংচিংখয় মারমা মেয়ে। তিনি প্রবারণা উৎসবের ছেলে-মেয়েদের জন্য নতুন কাপর ও বিহারের ছোঁয়াই অনুদানের জন্য বাজার করতে রুমা বাজারে পরিবার সবাইকে নিয়ে গিয়েছিলো।
বাজার করার শেষে নৌকায় নিজ পাড়া ফিরে যাওয়ার পথে গংগা পাড়া ঘাটের স্পিডবোট উল্টিয়ে সাংগু নদী পানিতে ডুবে নিখোঁজ হয়েছে। নিখোঁজ মহিলা উয়ইচিং মারমার ২ মেয়ে এবং ১ ছেলে রয়েছে বলে জানিয়েছে পাড়াবাসী। সোমবার দুপুরে পাড়াবাসীরা রুমা বার্তাকে এ তথ্য জানিয়েছেন।
পাড়া প্রধান (কার্বারী) বলেন একটি স্পিড বোট রুমা বাজার থেকে আসার পথে খক্ষ্যংঝিড়ি এলাকা গংগা পাড়া গোলারচর এলাকায় দুর্ঘটনার শিকার হয়ে ডুবে যায়। এসময় স্পিড বোটে চালকসহ ১৮ জন যাত্রী ছিল।
পাইন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উহ্লামং মারমা বলেন খবর পেয়ে তাকে উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিসকেও অবগত করা হয়েছে। এবং এলাকাবাসী স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
মেসেঞ্জার/অংবাচিং/তারেক