ছবি : মেসেঞ্জার
নোয়াখালী হাতিয়ায় প্রবীণ রাজনীতিবিধ ও সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম এ.কে.এম নবীর উদ্দিন সাফ্দারের ২১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) বিকেলে সুখচর আজহারুল উলুম ফাজিল মাদ্রাসা ও পরিবারের আয়োজনে আজহার উদ্দিন জামে মসজিদে স্বরণ সভা উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় সুখচর আজহারুল উলুম ফাজিল মাদ্রাসার পরিচালনা কমিটি ও পরিবারের সদস্যরা সহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন। পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করা হয়।
মরহুম এ.কে.এম নবীর উদ্দিন সাফ্দার হাতিয়ার জমিদার আজহার উদ্দিন মিয়ার সন্তান। তিনি ১৯৪০ সালের (২৫ ফেব্রুয়ারী) জন্ম গ্রহণ করেন। তিনি পারিবারিক রাজনৈতিক ও ব্যক্তি জীবনে একজন সফল মানুষ ছিলেন।
১৯৬৩ সালে ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার মাধ্যমে জনপ্রতিনিধি হিসেবে যারা শুরু করেন। ১৯৭২ সাল থেকে শুরু করে আমৃত্যু অর্থাৎ ২০০৩ সালের (১৩ অক্টোবর) পর্যন্ত উপজেলার সুখচর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি শিক্ষা ব্যবস্থা সহ সমাজের জন্য অনেক অবদান রেখে গেছেন। তার কৃতকর্মের জন্য মানুষ তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করে।
মেসেঞ্জার/রাসেল/তারেক