ছবি : মেসেঞ্জার
মিরসরাই উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান জে বি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদ চ্যাম্পিনন্স লীগ মৌসুম চার এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) বিকালে জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হওয়া ফাইনালে লিভারপুলকে ০-১ গোলে হারিয়ে জয়লাভ করে বায়ার্ন মিউনিখ। মূলত ফুটবলের দুই জায়ান্ট ক্লাব লিভারপুল ও বায়ার্ন মিউনিখ নামে গঠিত হয় দুই দল।
(১০ অক্টোবর) থেকে শুরু হওয়া এই লীগে মোট চারটি দলে নিলাম পদ্ধতিতে বিভক্ত হয়ে অংশ নিয়েছেন জে বি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাসুকুল আলম সোহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই, ১/২৪ সোসাল মুভমেন্ট এন্ড ইউথ ডেভেলপমেন্টর সভাপতি জামাল উদ্দিন, ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম জাকারিয়া, জোরারগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের সভাপতি আবু নাছের, জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজ আহমেদ খান।
আরো উপস্থিত ছিলেন, জে বি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রবিউল আলম ভূঁইয়া ও সাইফুল ইসলাম। জেবি এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের অন্যান্য সদস্যবৃন্দ।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক মেহেদী হাসান বলেন, জে বি উচ্চ বিদ্যালয় উত্তর চট্টগ্রামের সবচেয়ে সেরা একটি শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা নিজেদের ভাতৃত্বের বন্ধন অটুট রাখতে প্রতিনিয়ত খেলাধূলাসহ কর্মকান্ড অব্যাহত রেখেছে যেটি অন্যান্য প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের জন্য অনুকরণীয়।
মেসেঞ্জার/বাবলু/তারেক