ছবি : মেসেঞ্জার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১০৩ পিস ইয়াবাসহ সোহাগ মিয়া (২০) নামে এক মাদক কারবারি গ্রেপ্তার করেছে সরাইল থানার পুলিশ। সোমবার (১৪ অক্টোবর) রাত ৯টার দিকে সরাইল থানার এএসআই (নিরস্ত্র) রুবেল আখন সঙ্গীয় অফিসার ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার নোয়াগাও ইউনিয়নের বাড়িউড়া এলাকার ঢাকা সিলেট মহাসড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মৈন্দ এলাকার আবুল কাশেম এর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে সরাইল থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রাজ্জাক জানান, মাদকের সাথে কোন ধরণের আপস নেই। গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আগামীকাল সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
মেসেঞ্জার/রিমন/তারেক