ছবি: মেসেঞ্জার
দিনাজপুরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছর অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার (এইচএসসি) ফলাফল ঘোষণা করা হয়েছে। এই বোর্ডে ৬৬৫টি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ গ্রহণ করেন। এর মধ্যে ২০টি কলেজের শিক্ষার্থী রয়েছে মাত্র ৬৩ জন। ফলাফলে ২০টি কলেজের সকলেই অকৃতকার্য হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মীর সাজ্জাদ আলী এ তথ্য জানান।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এই শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলার ৬৬৫টি কলেজের মোট ১ লাখ ১৩ হাজার ৭৯৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেন। এর মধ্যে কৃতকার্য হয়েছে ৮৬ হাজার ৯৫৪ জন। এই বোর্ডে পাশের হার ৭৭ দশমিক ৫৬ শতাংশ। ৬৬৫টি কলেজের মধ্যে ২০টি কলেজের কেউই পাশ করতে পারেনি। এইচএসসি পরীক্ষায় ২০টি কলেজের মোট ৬৩ জন পরীক্ষায় অংশ গ্রহণ করেন।
কলেজগুলো হলো- লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার গন্ধমরুয়া স্কুল ও কলেজের ৮জন, নীলফামারী জেলার ডোমার উপজেলার বাগডোকরা নিমোজখানা হাই স্কুল ও কলেজের ৬জন, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার গোপালপুর এমএল হাই স্কুল ও কলেজেরর ৬জন, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সনকা আদর্শ কলেজের ৬জন, ঠাকুররগাঁও জেলার রানীশংকৈল উপজেলার গগর কলেজেরর ৬জন, হাকিমপুর উপজেলার বোয়ালদার হাই স্কুল ও কলেজের ৪জন, রংপুর সদরর উপজেলার আর্কেডিয়া ইন্টারন্যাশনাল কলেজের ৩জন, লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার সোনারহাট স্কুল ও কলেজের ৩জন, একই উপজেলার শিয়ালখোওয়া কলেজের ৩জন, দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার উত্তর লক্ষিপুর হাই স্কুল ও কলেজের ৩জন।
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই বাগুলাবাড়ী হাই স্কুল ও কলেজের ৩জন, গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ফকিরহাট মহিলা কলেজের ২জন, ঠাকুরগাঁও সদর উপজেলার কদমসুল হাট স্কুল ও কলেজের ২জন, বালিয়াডাঙ্গী উপজেলার মোড়লহাট জনতা স্কুল ও কলেজেরর ২জন, রংপুর জেলার গঙ্গাচরা উপজেলার বড়াইবাড়ী কলেজের ১জন, কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার শৌলমারী এমআর স্কুল ও কলেজের ১জন, লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার দুহুলী এসসি হাই স্কুল ও কলেজের ১জন, লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার কাকিনা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ১জন, একই জেলার আদিতমারি উপজেলার নামুরি হাই স্কুল ও কলেজের ১জন, ঠাকুরগাঁও সদর উপজেলার কালেক্টরেট পাবলিক স্কুল ও কলেজের ১জন রয়েছে। অকৃতকার্য হওয়ায় ২০টি স্কুলের মধ্যে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার উত্তর লক্ষিপুর হাই স্কুল ও কলেজ ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় শুন্য ফলাফল ছিল। ২০২৩ সালে ওই কলেজের এইচএসসি পরীক্ষার্থী সংখ্যা ছিল মাত্র ১জন।
২০টি কলেজের ফলাফল শূন্যের বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক মীর সাজ্জাদ আলী বলেন, “অকৃতকার্য হওয়া কলেজগুলো সরেজমিন পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণ করা হবে।”
মেসেঞ্জার/কুরবান/আজিজ