ছবি: মেসেঞ্জার
ঝিনাইদহ জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে বিশ্ব সাদাছড়ি ও নিরাপত্তা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন কার্যালয়ের থেকে শুরু হওয়া র্যালিটি ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়ক হয়ে একই জায়গায় এসে শেষ হয়।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে নয়টায় দিবস উপলক্ষে জেলা প্রশাসক মো. আব্দুল আওয়ালের নেতৃত্বে র্যালি বের হয়।
র্যালিতে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মো. আব্দুল কাদের, সহকারি পরিচালক মমিনুর রহমান সহ বিভিন্ন সামাজিক সেচ্ছাসেবী সংস্থার নেতৃবৃন্দ অংশ নেন। পরে সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও প্রতিবন্ধী উপকরণ বিতরণ করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আতিকুল মামুন, সহকারি কমিশনার শামসুন নাহার শিলা, সহকারি কমিশনার মেফতাহুল হাসান, সহকারি কমিশনার প্রসনজিৎ সাহা, সহকারি কমিশনার এসএম সাদমান উল আলম, সহকারি কমিশনার মো. তানভীর ইসলাম সাগর, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মো. আব্দুল কাদের।
আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি (৩টি) ও হুইল চেয়ার (২টি) বিতরণ করা হয়।
মেসেঞ্জার/বিপাশ/আজিজ