ঢাকা,  মঙ্গলবার
২২ অক্টোবর ২০২৪

The Daily Messenger

রাজশাহীতে প্রায় আড়াই কেজি হেরোইনসহ গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ১৬:২৫, ১৫ অক্টোবর ২০২৪

রাজশাহীতে প্রায় আড়াই কেজি হেরোইনসহ গ্রেপ্তার ১

ছবি : মেসেঞ্জার

রাজশাহীতে ২ কেজি ৪শ' গ্রাম হেরোইনসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি (গোয়েন্দা) পুলিশ। সোমবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে জেলার গোদাগাড়ী থানাধীন ছয়ঘাটি তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী সিরাজুল ইসলাম আনন্দকে গ্রেপ্তার করে। 

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান এ তথ্য জানান। এসময় জেলা ও ডিবি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার জানান, গ্রেপ্তার সিরাজুল রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার সুজানগর পবাপাড়ার মো. সানোয়ার হোসেনের ছেলে। অভিযানের সময় সহযোগী মাদক ব্যবসায়ী মো. ওমর ফারুক রাতের অন্ধকারে কৌশলে পালিয়ে যায়। পলাতক ওমর ফারুক রাজশাহী মহানগরীর পবা থানার নওহাটা হল মোড়ের মো. নজরুল ইসলামের ছেলে। 

পুলিশ সুপার জানান, এ ঘটনায় জেলার গোদাগাড়ী থানায় গ্রেপ্তার সিরাজুল ইসলাম আনন্দ এবং ওমর ফারুকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, জেলা ডিবি’র এসআই (নিরস্ত্র) মো. আ: রহিম ও সঙ্গীয় ফোর্স সোমবার দিবাগত রাত ১২ টার পর গোদাগাড়ী থানার রাজাবাড়ী বাজার ও সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারে নিয়োজিত ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, গোদাগাড়ী থানার ছয়ঘাটি তিন রাস্তার মোড়ে পূর্বপার্শ্বের রিমনের হার্ডওয়ারের দোকানের সামনে চাঁপাইনবাবগঞ্জগামী মহাসড়কের উত্তর পার্শ্বের ফাঁকা জায়গায় দুই ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপারের নির্দেশে ওসি ডিবির নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. আ: রহিম ও ফোর্স সোমবার দিবাগত রাত সোয়া ১২টায় অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টাকালে পুলিশ মো. সিরাজুল ইসলাম আনন্দকে ডান হাতে থাকা খয়েরি রংয়ের শপিং ব্যাগে রাখা পাঁচটি প্যাকেটে বাদামি বর্ণের ২কেজি ৪০০ গ্রাম অবৈধ হেরোইন (মাদকদ্রব্য) গ্রেপ্তার করেন।

মেসেঞ্জার/আনিসুজ্জামান/তারেক