ঢাকা,  বৃহস্পতিবার
৩১ অক্টোবর ২০২৪

The Daily Messenger

তিতাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৯, ১৫ অক্টোবর ২০২৪

তিতাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ছবি : মেসেঞ্জার

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কুমিল্লার তিতাসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা কড়িকান্দি বাজারের বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।

জানাযায়, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক উর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করায় বিভিন্ন দোকানীকে জরিমানা করা হয়।

তাছাড়া অধিক মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় ও সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। একইসঙ্গে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য, সবজি, মাছ, মাংস ও ডিমের মূল্য তালিকা প্রদর্শনসহ বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক উর রহমান বলেন, ভোক্তারা যাতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ন্যায্য মূল্যে পায় সে জন্য আমরা নিয়মিত বাজার মনিটরিং করবো।

মেসেঞ্জার/সাগর/তারেক