ঢাকা,  বুধবার
১৬ অক্টোবর ২০২৪

The Daily Messenger

সরাইলে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

প্রকাশিত: ২০:৫৬, ১৫ অক্টোবর ২০২৪

সরাইলে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

ছবি : মেসেঞ্জার

"স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ" প্রতিপাদ্যে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদ সামনে এসে শেষ হয়। পরে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) এর সহযোগিতায় হাত ধোয়ানোর কৌশল দেখানো হয়।

উপজেলা পরিষদের হল রুমে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. রুপক মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবা উল আলম ভূইয়া।

এ সময় ভার্ক ম্যানেজার চিত্তরঞ্জন শীল, সরাইল স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মো. কামরুল আহসান, সমাজসেবা কর্মকর্তা মো. পারভেজ আহমেদ, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, মনসুর আহমেদ, সরাইল মহিলা কলেজের প্রভাষক মো. মাহবুব খান, সাংবাদিক মো. শরীফ উদ্দিন, সাংবাদিক তৌফিক আহমেদ তফছির, তাসলিম উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা, মো. মাকসুদ হোসেন, উপজেলার পিআইও মো. সিপাত হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা, উপজেলা প্রাথমিক শিক্ষা সহকারী কর্মকর্তা মোছা. সাবরিনা বেগম, উপজেলা মাধ্যমিক অফিসের ইতি বেগমসহ বিভিন্ন অফিসের কর্মকর্তা এনজিও ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

মেসেঞ্জার/রিমন/তারেক