ঢাকা,  বৃহস্পতিবার
৩১ অক্টোবর ২০২৪

The Daily Messenger

২৪ ঘন্টায়

চিলমারীতে কুকুরের কামড়ে শিশু-নারীসহ আহত ৪০ 

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ০৮:৫২, ১৬ অক্টোবর ২০২৪

চিলমারীতে কুকুরের কামড়ে শিশু-নারীসহ আহত ৪০ 

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের চিলমারীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে সর্বশেষ শিশু-নারীসহ ৪০জন আহত হয়েছেন। এরআগে কয়েক ঘন্টার ব্যবধান ১৫জন আহত হয়েছিলেন। এদিকে মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর পর্যন্ত এ সংখ্যা বেড়ে ৪০ এর ঘরে গিয়ে দাঁড়িয়েছে। হঠাৎ পাগলা কুকুরের কামড়ের এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। 

আহতের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. সুমাইয়া সাবরিন। 

সোমবার (১৪ অক্টোবর) দুপুর থেকে মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর পর্যন্ত ২৪ ঘন্টার ব্যবধানে উপ‌জেলার ক‌য়েক‌টি এলাকায় এক‌টি কুকু‌রের আক্রম‌ণের শিকার হন আহতরা। প্রাথ‌মিকভা‌বে তারা উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে চি‌কিৎসা নি‌য়ে‌ছেন। 

আহতরা হলেন, বিজু মিয়া(১২), মাহমুদা (৩৫),সামিউল(১০), সজিব রানা (২৪), সায়মা (১০), আলামিন (৯), তানজিরুল (১৮),মঞ্জুরুল (২০), রাসেল (২৫), আশিক (২৪), হোসাইন (২১), রহিমা (৩০), সিফাত(২), আফরিনা (৫), সাজিদ (৮)সহ ৪০জন।

প্রত্যক্ষদর্শী উপজেলার জুম্মাপাড়া এলাকার জিয়াউর রহমান জিয়া জানান,সন্ধার পর বালাবাড়ীহাট এলাকার দিক থেকে আসা একটি পাগল কুকুর চলতি পথে যাকে পাচ্ছে তাকেই কামড় দিয়ে দৌড়াতে দেখেছি। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. সুমাইয়া সাবরিন কালবেলাকে জানান, সোমবার সন্ধার পর থেকে কুকুড়ের কামড়ের শিকার বিভিন্ন বয়সের ৪০জন রোগী হাসপাতালে এসেছিল। পর্যাপ্ত প্রতিষেধক (ভেকসিন) না থাকায় আমরা ২৩জনকে ভেকসিন দিতে পেরেছি। বাকিদের প্রথম ডোজ বাইরে থেকে নিতে বলা হয়েছে।

চিলমারী উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নঈম উদ্দিন কালবেলাকে ব‌লেন, কুকুর‌টি ধর‌তে ফায়ার সা‌র্ভিসের দা‌য়িত্বশীল‌দের জানা‌নো হ‌য়ে‌ছে। কেউ কুকুর‌টির খোঁজ পাওয়া মাত্র আমা‌দের জানানোর অনু‌রোধ থাক‌লো।

মেসেঞ্জার/রাফি/আজিজ