ঢাকা,  বুধবার
১৬ অক্টোবর ২০২৪

The Daily Messenger

চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: এসিল্যান্ড

চকরিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫৯, ১৬ অক্টোবর ২০২৪

চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: এসিল্যান্ড

ছবি: মেসেঞ্জার

কক্সবাজারের চকরিয়ার বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। অবৈধভাবে বালু তোলার কারণে নদীতে ভাঙন, পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। ফলে সামগ্রিকভাবে তৈরি হচ্ছে হুমকি। এই অবস্থায় উপজেলা প্রশাসন এসব অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর)বিকাল থেকে উপজেলার ডুলাহাজারার রংমহাল,খুটাখালীর বিভিন্ন এলাকায় সহকারী ক‌মিশনার ভূমি ও নির্বাহী ম্য‌জি‌স্ট্রেট মো: এরফান উদ্দীনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় অ‌বৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ২‌টি স্যালো মে‌শিন জব্দ ও ১‌টি ডাম্পার আটক করা হয়।

চকরিয়া সহকারী কমিশনার ভূমি মো: এরফান উদ্দীন বলেন- প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িতরা পালিয়ে যায়। এদিন দুটি স্যালো মেশিন ও একটি ডাম্পার আটক করা হয়। অবৈধ বালু উত্তোলনের সাথে যারাই জড়িত থাকুক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

এসময় চি‌রিংগা ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ আবুল মনছুর,প্রশাসনের পদস্থ কর্মকর্তাগণ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
 

মেসেঞ্জার/রিদুয়ান/আজিজ