ঢাকা,  বুধবার
১৬ অক্টোবর ২০২৪

The Daily Messenger

বরিশালে অবৈধ যানবাহন বন্ধে সক্রিয় পুলিশ

বরিশাল ব্যুরো 

প্রকাশিত: ১৩:১০, ১৬ অক্টোবর ২০২৪

বরিশালে অবৈধ যানবাহন বন্ধে সক্রিয় পুলিশ

ছবি: মেসেঞ্জার

বরিশাল মেট্রোপলিটন এলাকায় অবৈধ যানবাহন বন্ধ ও রেজিট্রেশন বিহীন গাড়ির বিরুদ্ধে মামলাসহ যানজন নিরসনে সক্রিয় হচ্ছে পুলিশ। নগরীর গির্জামহল্লায় অবৈধ পাকিং বন্ধে কার্যকরি পদক্ষেপ নেয়ার নির্দেশনা দিয়েছে পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে সনাতন ধর্মালম্বীদের সাথে পূজা পরবর্তি সভায় এসব কথা বলেন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।

তিনি বলেন, যেসব সড়কে হলুদ অটো, ব্যাটারী চালিত রিকশা চলাচলে নিষেধ আছে ওই সকল সড়কে নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বরিশাল নগরীর সড়কে যানজট নিরাসনে এসব পদক্ষেপ নেয়ার কথা বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার- পিপিএম (সেবা), উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আলী আশরাফ ভূঞা-বিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (ট্র্যাফিক) এস এম তানভীর আরাফাত-পিপিএম (বার), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অবস) মো. রিয়াজ হোসেন-পিপিএম, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সহ পুলিশ ও সাংবাদিকবৃন্দ।


 

মেসেঞ্জার/সাঈদ/আজিজ