ঢাকা,  বুধবার
১৬ অক্টোবর ২০২৪

The Daily Messenger

পটুয়াখালীতে জেলা যুবদলের পরিষ্কার পরিছন্ন কর্মসূচী

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১৪, ১৬ অক্টোবর ২০২৪

পটুয়াখালীতে জেলা যুবদলের পরিষ্কার পরিছন্ন কর্মসূচী

ছবি: মেসেঞ্জার

" নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে'' প্রজন্মকে রক্ষা করতে নদীর অস্তিত্বকে বাঁচাতে হবে প্রতিপাদ্য বিষয়ে নদীতে কিনারে পরে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করেছে জেলা যুবদলের নেতাকর্মীরা।

বুধবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় লোহালিয়া তীরবর্তী চকবাজার এলাকার মুড়ো দিয়ে ঘাটে এ কর্মসূচি করে তারা। জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমির নেতৃত্বে এ কর্মসূচী করে তারা।

মোস্তাফিজুর রহমান রুমি বলেন- দখন, দূষণ আর কার্যকরী পদক্ষেপ এর অভাবে নদী গুলো মরে যাচ্ছে। আমাদের নেতা তারেক রহমান আমাদের বলেছেন আপনারা রাজনীতি করবেন অবশ্যই সামাজিক কর্মখণ্ডের সাথে যুক্ত থাকবেন। এছাড়াও আমাদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এর নির্দেশ অনুযায়ী আমরা আজকের এ কর্মসূচি পালন করছি।

তিনি আরও বলেন- পটুয়াখালী একটি নদী মাতৃক এলাকা এখানে নদীতে অনেক ময়লা আবর্জনা ফেলা হয়। তাই আমরা নদী বাঁচাতে এই ময়লা আবর্জনা পরিস্কার পরিছন্ন কর্মসূচী গ্রহন করেছি।

মেসেঞ্জার/মানিক/আজিজ