ঢাকা,  মঙ্গলবার
০১ এপ্রিল ২০২৫

The Daily Messenger

রাজাপুরে কালবেলা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৪, ১৬ অক্টোবর ২০২৪

রাজাপুরে কালবেলা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ছবি : মেসেঞ্জার

ঝালকাঠির রাজাপুরে বর্ণাঢ্য আয়োজনে দেশের অন্যতম পত্রিকা দৈনিক কালবেলার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৬ অক্টোবর) সকালে রাজাপুর প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রাজাপুর প্রেসক্লাবের সভাপতি এনামুল হোসেন খান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক কালবেলার রাজাপুর উপজেলা প্রতিনিধি গোপাল কর্মকার। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাহুল চন্দ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজাপুর উপজেলার সভাপতি তালুকদার আবুল কালাম আজাদ, রাজাপুর উপজেলা যুবদলের আহবায়ক মাসুম বিল্লাহ পারভেজ, রাজাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রতন দেবনাথ, রাজাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুজ্জামান, রাজাপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল বারেক ফরাজী সহ বিভিন্ন সংগঠনের প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা।

অনুষ্ঠানটি সঞ্চলনা করেন প্রেসক্লাবের সদস্য আবু সায়েম আকন।

মেসেঞ্জার/মিঠুন/তারেক