ঢাকা,  বৃহস্পতিবার
১৭ অক্টোবর ২০২৪

The Daily Messenger

যশোরে নসিমন উল্টে বাঁশ ব্যবসায়ী নিহত

যশোর প্রতিনিধি 

প্রকাশিত: ২১:৩৪, ১৬ অক্টোবর ২০২৪

যশোরে নসিমন উল্টে বাঁশ ব্যবসায়ী নিহত

ছবি : মেসেঞ্জার

যশোর-চৌগাছা সড়কের সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটির রুলপাড়ায় নসিমন উল্টে ফজলুর রহমান (৬০) নামে একজন বাঁশ ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। ফজলুর রহমান চৌগাছা উপজেলার সরফরাজপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। দুর্ঘটনায় নসিমন চালক একই গ্রামের আবুল দফাদারের ছেলে আওয়াল হোসেন (৩০) যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তির পর ঢাকায় রেফার্ড করেছেন চিকিৎসক।  

জানা গেছে, ঘটনার সময় যশোর শহরে বাঁশ বিক্রি করে নসিমনে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন ফজলুর রহমান। পথিমধ্যে জগহাটি রুলপাড়ায় পৌঁছালে নসিমনের বুশ ভেঙে গেলে সড়কের পাশে উল্টে যায়। এতে বাঁশ ব্যবসায়ী ফজলুর ঘটনাস্থলে মারা যান। স্থানীয়রা গুরুতর আহত নসিমন চালক আওয়ালকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।  

হাসপাতালের অর্থো-সার্জারী বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, আহত আওয়ালের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মেসেঞ্জার/বিল্লাল/তারেক