ঢাকা,  বৃহস্পতিবার
৩১ অক্টোবর ২০২৪

The Daily Messenger

সিরাজগঞ্জে

ট্রাকের পেছনে ধাক্কা, পিকআপের চালক ও হেলপার নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২:১০, ১৭ অক্টোবর ২০২৪

আপডেট: ১২:৫৯, ১৭ অক্টোবর ২০২৪

ট্রাকের পেছনে ধাক্কা, পিকআপের চালক ও হেলপার নিহত

ছবি: মেসেঞ্জার

সিরাজগঞ্জের কামারখন্দে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় চালক ও হেলপার নিহত হয়েছে। 

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার সীমান্তবাজার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, রংপুর জেলার ঘোড়াঘাট গ্রামের মুক্তার হোসেনের ছেলে পিক-আপের চালক আশরাফুল (২৫) ও একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. রনি শেখ  (২২)।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, সকালে গুরিগুরি বৃষ্টির সময় সীমান্তবাজার এলাকায় একটি মালবাহী ট্রাকের ট্রায়ার পাংচার হয়। এসময় চালক ট্রাক থামিয়ে ট্রায়ার পরিবর্তন করছিলেন। অপরদিকে ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী পিকআপ পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক ও হেলপার নিহত হয়।

তিনি আরো বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য  সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক ও চালক পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে। 

নিহতের পরিবারকে বিষয়টি অবগত করা হয়েছে।  তারা আসলে মরদেহ তাদের হাতে তুলে দেওয়া হবে বলে তিনি জানিয়েছে।

মেসেঞ্জার/অদিত্য/আজিজ