ঢাকা,  বৃহস্পতিবার
৩১ অক্টোবর ২০২৪

The Daily Messenger

মাদারগঞ্জে

সাবেক স্ত্রীর আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ায় স্বামী গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১৮, ১৭ অক্টোবর ২০২৪

সাবেক স্ত্রীর আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ায় স্বামী গ্রেপ্তার

ছবি: মেসেঞ্জার

জামালপুেরর মাদারগঞ্জে সাবেক স্ত্রীর সাথে অন্তরঙ্গ মুহুর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সোহেল নামের এক যুবককে গ্রেপ্তার করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।

বুধবার (১৬ অক্টোবর) সোহেল কে উপজেলার জোড়খালী ইউনিয়নের ফুলজোড় গ্রাম থেকে গ্রেপ্তার করে। মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর আলম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ফুলজোড় এলাকার ফকির আলীর ছেলে কিচুদিন আগে পারিবারিকভাবে খিলকাটি এলাকার এক কিশোরীকে বিয়ে করে। বিয়ের পর অসৎ উদ্দেশ্য নিয়ে সোহেল তার স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে তাদের অন্তরঙ্গ মুহুর্তের (শারিরিক সম্পর্কের) ভিডিও ধারণ করে রাখেন। 

বিয়ের পর শারিরিকভাবে অত্যাচার ও বনিবনা না হলে রাবেয়া সোহেলকে তালাক দেয়। এই ক্ষোভে সুহেল তাদের পূর্বের মেলামেশার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। পরে বাদী তার সাবেক স্ত্রী সোহেলের বিরুদ্ধে মাদারগঞ্জ থানায় পর্ণগ্রাফি আইনে মামলা দায়ের করলে পুলিশ সোহেলকে গ্রেপ্তার করে এবং জেলহাজতে প্রেরণ করে।
 

মেসেঞ্জার/উজ্জ্বল/আজিজ